Join our TELEGRAM channel Click Here

মাল্টক্লাউড কি? যেভাবে ৫০০ জিবি ফ্রী ট্রাফিক নিবেন মাল্টক্লাউডে।

MultCloud কি?

মাল্টক্লাউড হলো এমন একটি ওয়েবসাইট যেটা ইউজ করে আপনি একটা ক্লাউড স্টোরেজ থেকে আরেকটা ক্লাউড স্টোরেজে রিমোটলি ফাইল ট্রান্সফার করতে পারবেন। যেমন উদাহরণ হিসেবে বলা যায় আপনি গুগল ড্রাইভ থেকে মেগা ড্রাইভে কিংবা মেগা ড্রাইভ থেকে গুগল ড্রাইভে ফাইল ট্রান্সফার করতে পারবেন, তাও আবার আপনার কোনো ব্যান্ডউইথ খরচ হবে না। রিমোটলি আপলোড হবে।

এই ৫০০ জিবি ট্রাফিক দিয়ে কি হবে?

আপনি যখন একটা ফাইল কোনো একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে নিতে যাবেন তখন কিন্তু সেটা আপনাকে আগে ডাউনলোড করতে হয় তারপর আবার আপলোড করতে হয়। এখন আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে তো ডাটা কাটবে বা যদি ওয়াইফাই ইউজ করেন তাহলেও তো আপনার ডাটা যাচ্ছে এবং সময়ও লাগতেছে।

সেইম এই কাজটাই আপনাকে মাল্টক্লাউড করে দিবে আর আপনার ফাইলের সাইজ অনুযায়ী ঠিক ততটুকু পরিমাণ ডাটা আপনার মাল্টক্লাউড একাউন্ট থেকে তারা কেটে নিবে। কারন এই সম্পুর্ন কাজটা মাল্টক্লাউড করছে। আপনার কোনো ডাটা যাচ্ছে না প্লাস অনেক ফাস্ট স্পিডে আপনি ফাইল ট্রান্সফার করতে পারছেন। নো ম্যাটার আপনার ইন্টারনেট স্পিড কতোটুকু।

কিভাবে MultCloud সাইটে ৫০০ জিবি ফ্রী ট্রাফিক নিবেন?

সাধারনত মাল্টক্লাউডের ৫০০ জিবি ট্রাফিকের দাম প্রায় ৪০ ডলার যা বাংলাদেশি টাকায় হিসেব করলে ৪০০০ টাকার উপরে হয়। রিসেন্টলি তারা এটা গিভওয়ে করছে তাই ফ্রীতে নেয়া যাচ্ছে। কিভাবে নিবেন সেটা নিচে দেখিয়ে দিচ্ছি।

নোটঃ- যেহেতু এটা একটা গিভওয়ে সো এই ম্যাথডটা সীমিত সময়ের জন্য কাজ করবে, যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে!

প্রথমে নিচের দেয়া লিংকটি ভিজিট করুনঃ-

ভিজিট করলে আপনাকে এরকম একটি পেইজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি আপনার জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে একটা একাউন্ট করে ফেলুন। কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তবে আমি যেহেতু এটা টিউটোরিয়াল এর উদ্দেশ্যে বানাচ্ছি এইজন্য আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করবো।

এভাবে মেইল আর পাসওয়ার্ড দিয়ে "Get 500GB Data Traffic" এ একটা ক্লিক করুন।

এখন আপনার সামনে এরকম একটি পপ-আপ শো করবে। এখানে একাউন্ট ভোরিফাই করতে বলা হচ্ছে, ভেরিফাই করার জন্য আপনার জিমেইলের ইনবক্স চেক করুন।

আপনি ঠিক এইরকম একটা মেইল পাবেন, এখান থেকে "Activate Account" এ ক্লিক করলেই আপনার একাউন্টটি একটিভ হয়ে যাবে।

এখন আপনি যেই জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করেছেন সেটা দিয়ে এখানে লগইন করুন।

লগইন করলেই দেখবেন আপনার একাউন্টে ৫০০ জিবি ফ্রী ট্রাফিক অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এভাবে আপনার বাকি যতোগুলো জিমেইল আছে সবগুলো জিমেইলে নিয়ে রাখতে পারেন, এটা অনেক কাজে আসবে আপনার।

মাল্টক্লাউড কিভাবে ইউজ করতে হয় সেটা যদি জানতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই আর্টিকেলের পোস্ট পাবেন, ওই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে এটার উপরে একটা ভিডিও বানিয়ে দিবো আপনাদের জন্য।

জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
Heart made of music ♫