Join our TELEGRAM channel Click Here

যেকোনো ফাইলের ডিরেক্ট ডাউনলোড লিংক বের করবেন যেভাবে!


ডিরেক্ট ডাউনলোড লিংক কি?

ডিরেক্ট ডাউনলোড লিংক হলো এমন একটি লিংক যেই লিংকে ক্লিক করলে ইন্সট্যান্টলি আপনার কাঙ্ক্ষিত ফাইল ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আপনাকে আলাদা কোনো ওয়েবসাইট কিংবা লিংকে রিডাইরেক্ট করা হবে না।

ডিরেক্ট ডাউনলোড লিংকের সুবিধা কি?

এইটার আসল সুবিধা হচ্ছে এক ক্লিকে ডাউনলোড স্টার্ট হয়ে যায়। তাছাড়া ডিরেক্ট লিংক দিয়ে টেলিগ্রামের URL Uploader অথবা GDrive Uploader বট ইউজ করে যেকোনো ফাইল টেলিগ্রামে আপলোড বা গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন। একইভাবে টেলিগ্রামের Mirror-Leech বটের ক্ষেত্রেও সেইম।

কিভাবে ডিরেক্ট ডাউনলোড লিংক বের করবেন?

ডিরেক্ট ডাউনলোড লিংক বের করার জন্য অনেক মাধ্যম আছে তবে আজকের এই আর্টিকেলে আমরা শিখবো কিভাবে একটা এন্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই ডিরেক্ট ডাউনলোড লিংক বের করা যায়। পিসি দিয়ে কিভাবে বের করতে হয় সেটা পরে অন্য একদিন দেখিয়ে দিবো।

সো প্রথমে প্লে স্টোর থেকে Via Browser ডাউনলোড করে নিন। এখন আপনি যেই ফাইলটার ডাউনলোড লিংক বের করতে চাচ্ছেন সেই ফাইলটি Via Browser এ ওপেন করুন। এখন নিচের দেয়া স্ক্রিনশটগুলো ফলো করুন।



ধরুন আমি এই মড অ্যাপটা ডাউনলোড করবো, এখন ডাউনলোড বাটনে একটা ক্লিক করলাম।



ডাউনলোড স্টার্ট হওয়ার আগে ঠিক এইরকম একটি পপআপ দেখতে পাবেন। পপআপের নিচের দিকে দেখুন Copy Link বাটন আছে, ওই বাটনে একটা ক্লিক করুন। ব্যাস, আপনার কাঙ্ক্ষিত ফাইলটির ডিরেক্ট ডাউনলোড লিংক কপি হয়ে গিয়েছে!

লিংকটা যেভাবে URL Uploader অথবা GDrive Uploader বটে ইউজ করবেন।

এর জন্য আপনি যেই বটটি ইউজ করবেন সেই বটে চলে যান। তারপর জাস্ট এই লিংকটি পেস্ট করে বটে সেন্ড করে দিন, এইতো। উদাহরণসরূপ আপি নিচে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি।



৩ টা ইউজফুল রিমোট আপলোডার বটের লিংক নিচে দিয়ে দিচ্ছি।

URL Uploader

URL Uploader X

Google Drive X


এরকম আরো ট্রিক পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে!

Heart made of music ♫