Join our TELEGRAM channel Click Here

ফেসবুক পোস্টে আনলিমিটেড রিয়েক্ট নিন একদম ফ্রীতে!

পোস্টের টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের এই আর্টিকেলের টপিকটা কি!


এখনকার যুগে ফেসবুক ইউজ করেনা এমন মানুষ খুজে পাওয়া মুসকিল। কমবেশি সবাই এখন ফেসবুকের সাথে পরিচিত।

ফেসবুকের মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়ে থাকি আমরা। বাট যখন আমরা কোনো একটা পোস্ট করি তখন আমাদের সেই পরিচিত মানুষগুলোর ৭০% পোস্টে রিয়েক্ট দেয় না বা তাদের কাছে পোস্ট টা পোছায় না।

আর পোস্টে কম রিয়েক্ট পরলে এখন অনেকেরই মন খারাপ হয়ে যায়, যেমন আমার :)

তো এইজন্যই মেইনলি আজকের এই আর্টিকেলটা। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের থাকে এমন একটা অ্যাপ শেয়ার করবো যেটা ইউজ করে আপনারা আপনাদের পোস্টে আনলিমিটেড রিয়েক্ট নিতে পারবেন তাও আবার একদম ফ্রীতেই!

সো এই কাজটি করার জন্য প্রথমেই তো আমাদের অ্যাপটা প্রয়োজন তাই না? সো চলুন দেখে নেই কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন।

প্রথমেই এই ওয়েবসাইটটি ভিজিট করুন।


এখন উপরে দেখতে পাবেন "Google Play" এবং "Direct APK" লিংক দেয়া আছে। যেকোনো একটা ইউজ করেই আপনি ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করা হলে অ্যাপটি ওপেন করুন। ওপেন করলে ঠিক নিচের স্ক্রিনশটের মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন।


এখন "Login with Facebook" বাটনে ক্লিক করুন। তারপর নিচের স্ক্রিনশট ফলো করুন।


এখন এখানে যেকোনো একটা ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করুন। মনে রাখবেন এখানে আপনি যেকোনো একাউন্ট ইউজ করতে পারবেন বাট যদি আপনি আপনার মেইন একাউন্টে কোনো রেস্ট্রিকশন না চান তাহলে জিমেইল দিয়ে নতুন একটা একাউন্ট তৈরি করে সেটা দিয়ে এখানে লগইন করুন।

কারন এইটা এক্সচেঞ্জ সিস্টেমের অ্যাপ। আপনি যখন রিয়েক্ট নিবেন তখন তার পরিবর্তে আপনার লগইন করা এই একাউন্ট দিয়ে অন্য মানুষের পোস্টেও রিয়েক্ট দেয়া হবে অটোমেটিক্যালি। সো একসাথে অনেক রিয়েক্ট করলে একাউন্টে রেস্ট্রিকশন আসাটা স্বাভাবিক।


লগইন করা হয়ে গেলে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে "Exchange Reaction" বাটনে একটা ক্লিক করুন।


এখন "Submit your post link" লেখার নিচের বক্সটিতে আপনি সেই পোস্টের লিংকটা দিন যেই পোস্টে আপনি রিয়েক্ট নিতে চাচ্ছেন। এখানে আপনি ফেসবুকের যেকোনো পোস্টের লিংক দিতে পারবেন সমস্যা নেই তবে পোস্ট টা অবশ্যই পাবলিক হতে হবে।

সো এরপর নিচ থেকে আপনার কাঙ্ক্ষিত রিয়েক্টটি সিলেক্ট করুন আর ক্যাপচা কমপ্লিট করুন। তারপর "Submit" বাটনে একটা ক্লিক করুন।


সো আমি আমার এই পোস্টে রিয়েক্ট নিয়ে আপনাদেরকে দেখাবো। বর্তমান রিয়েক্ট আছে ১৪ টা।


এখন আমি "Submit" বাটনে ক্লিক করে দিবো এবং আপনাদের দেখাবো রিয়েক্ট বারলো কি না।


২৪ টা রিয়েক্ট কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। প্রমান হিসেবে আমি আমার পোস্টের স্ক্রিনশট নিচে দিয়ে দিচ্ছি।


দেখতেই পারতেছেন, আমার রিয়েক্ট কিন্তু ইন্সট্যান্টলি অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবেই মূলত আপনি আপনার পোস্টে আনলিমিটেড রিয়েক্ট নিতে পারবেন।

তবে সেটা একসাথে অনেকবার নিতে পারবেন না। একটা আইডি থেকে দিনে ৫ বার নিতে পারবেন তবে সেটা ১৫ মিনিট পর পর। আর পাচটা একাউন্ট করে নিলে পাচটা একাউন্ট থেকে মোট ২৫ বার নিতে পারবেন। এভাবে আপনি যতো ইচ্ছে একাউন্ট ইউজ করতে পারবেন।

সো এইরকম আরো ইউজফুল এবং ইন্টারেস্টিং কনটেন্ট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।

Join Our Telegram Community
Heart made of music ♫